বয়সটা নয় নয়তো দশ হবে
জীবনে ভাল- মন্দ তেমন বুঝবার মত নয়
মাঝে আকাশে কালো মেঘ জমতো
মেঘে ভাব বুঝতাম না মনটা কেমন
জানি হতো। পরিবারে ক্ষুধা কি বুঝেনি
তবে একটা ক্ষুধা সারাক্ষণ ছিল।
প্রশান্তি, আত্নতৃপ্তি মাঝে মিল বন্ধন।
তা দেখার সৌভাগ্য হয়নি কখনো
বেশ কয়েকদিন আকাশে নানা রঙের
মেঘের আনা ঘোনা কি বজ্রের ঝাকুনি
পরক্ষণে প্রলয়কারী ঝড়ের তান্ডব
ঝড়ে ক্ষতিগ্রস্ত আমরা ভাই- বোন
তবুও ওঠে দাঁড়ার ব্যকুলতা একটা গল্প
তার পরেও ঝড় থেমে নেই,
১৯৯৮ সাল একটা মহা প্রলয়কারী ঝড়ের
তান্ডবে উড়ে গেল অহংকারে সকল বিত্ত।
থেমে গেল বড়াই আর তিরস্কার।
গাছের গোড়ায় খুটিঁ দিয়ে দাঁড়াবার চেষ্টা
ক্ষত স্থানে দগদগে ঘা রক্তের ধারা
তবুও থেমে নেই জীবনের চাকা
বজ্র কঠিন ব্রত ক্ষুধার দেবতার সাথে লড়াই
আজ অন্ন ফিরলেও ফেরেনি সুখ।
যারা ছিল এই তরী বইতে সাথে
কেউ প্রয়োজনে, কেউ নিয়মের ফেরে
কেউ মুক্তির কথা ভেবে নেমে গেল গন্তব্যে
আমি একা হয়েও থেমে যাইনি
সাহস আর প্রেরণা নিয়ে অনেকটা পথ এসেছি। আজ সব আছে,
থেমে গেছে বাইরে ঝড় ও প্রলয়।
গহীনে যে মহা প্রলয় তা চলছে
হঠাৎ সামনে একটা স্বপ্ন বুনাবার চর
সবুজে ভরাবার শখে প্রাণপণ চেষ্টা
তার সারথি হলো মায়া।
মাশ আল্লাহ সমস্ত উঠান জুড়ে
পূর্ণিমা আলো। উঠানে কোনায় কোনায়
সোনালি ধানে ও ধনে ভরা।
নতুন এক অতিথি কত আনন্দ
হিংসা আর প্রতিহিংসা ঝড় থামেনি।
এই ঝড় মহা প্রয়ল হয়ে আবার উঠানে
থামাবার অবকাশ নেই।