ভালবাসার তারা ছিলে আমার আকাশে
মসজিদ, মন্দির ও প্যাগোডাতে
প্রার্থনায় বসে,
সারাক্ষণ চাইতাম তোমাকে
হও তুমি আমার এ ধরাতে
এত ভালবেসে,
বোঝাতে পারিনি তোমাকে
মিথ্যা বেড়াজালে ঢেকে ছিলে নিজেকে
অবহেলা, অনাদর আর অপমানে
নতুন করে ভাবলাম
যদি ভাল হয় তোমাতে।
নতুনের বুকে আমিও আছি ভাল যে
তুমিও থাকো
নতুন করো হয়ে। আমাকে জ্বালে
এত আয়োজন তোমার।
আমি তো চাইনি তোমাকে
প্রাক্তন বানাতে।
ভাল থাকো তবু্ও তুমি
এ ধরাতে
আমি দুর থেকে আরো দুরে।।।