অপ্রত্যাশিত একটা বেড়াজল যা আবছায়া
যাতে আনন্দ মনে হলেও
তা কেবল মরীচিকা।
মায়া বড় অদ্ভুত এক বাঁধন,
যা ছিল সব দিয়ে ও পড়ে রবে
অতলে - গহব্বরে কেবল কুহেলিকা।
ভাবুকের দলে ভাবনায় বসে
কত ভোজন সুরে কষ্টের গাঁথা কথা
কেবল যে আমাতে এতদিনে হলো বুঝা।

ছোটবেলায় পাঠশালে যেতাম ছিল স্বপ্ন
প্রত্যাশার কত ফুলঝুরি
পন্ডিত মশাইয়ের বিজ্ঞ বুলি স্মরণ
হয় আজ ও তবে,
তা যে কেবল বিলাসিতা, বিত্তবান হও
বচন তোমার মহিয়ান কথার মেলা
নয়তো অস্তাকুড়ে কেবলি
কুহেলিকা।