নিমাই চন্দ্রের বৃদ্ধাবধূ শয্যায়
শিয়রে বসে গীতা জপছে তাহার বর
যাওয়ার বেলাও মৃদু হাসিতে
কুটিরে আলোর ছটা দুলছে মুখে
দাহ হবে আয়োজন চলছে,
হাসিতে হাসিতে জ্বলছে আগুন
বিদায়ের শেষবেলা।
বাইরে দাগ চলছে উলুধ্বনি প্রকম্পিত
যাহা কিছু সকলি কেবলি ফাঁকি
এত বছরে যতটা বাঁধন ,
হইলো আজি শেষ। যাও চলে
তোমার এ পথে আজ আসবার
আমার নাহি শেষ।
দু' হাতে জড়ায়ে সোনার মূর্তি
যতনে এত কালে,
মরনের বীনা বাজিছে সুকরুন সুর
এই তাজ পরাই বিদায় দিনু
থামেনা তবুও দাহ্
যাহাতে বউ তুমি শুধু
নাহি অন্য কেহ।