কত করে বললাম, একটা কিছু করো
বাবা যে আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত
মা চায় আমি যেন সুখী হই।
আর অপেক্ষা করতে পারলাম না
আমার বিন্দুমাত্র দোষ নেই এতে
আমি তোমায় ভালবাসি!
অনিয়ম করে তোমাকে পেতে হবে
এমন ভালবাসা আমি চাইনি
বলে আজ চলে গেলাম।
ভালো থেকো তুমি,
চলে গেলাম দুর থেকে দূরে।
সবাই আজ কতটা খুশি
তাই আমিও খুশি
সবার ভালতে আমিও ভালো
তোমার একটা কিছু করা উচিত ছিল।
থাক তুমি আমার ভাগ্যে নেই
ভালো থাকো কষ্ট নিও না
ভেবে নিও আমি হারিয়েছি।
হুম তাছাড়া আর কি করবার আছে
তুমি ও ভালো থেকো।
আমি না হয় হারিয়ে গেলাম তোমাতে
আর কোন কথা নেই প্রিয়
আমি চলে গেলাম দুর থেকে দূরে।