তোমরা সমাজপতি মোড়ল দফাদার
নরম মাংসের স্বাদে নরম তোমাদের স্বর
রাতের আধাঁরে যাদের ভাবো খাসা মাল
দিনের আলোই নষ্টা তারা
ঘৃণায় উচকাও ভুরু তিরস্কার দিয়ে সর।
সমাজ করল নষ্ট বেশ্যারা হলো কাল
সমাজের ভালো তরে,
মোল্লা- মুরুতেই হয়েছে ঢাল।

রাতে গভীরে বেশ্যার ঘরে স্বর্গ নামিয়া আসে
ছিপ ফেলে মাছ ধরে,
ভদ্র সাধুর বেশে
তারা আজ নাকি সমাজের তাজ
অভাবে তাড়নে শয্যার নারী
আজ পাইল মাগী উপাধি
স্বাদ পেয়ে সাধু বাবা সর্বস্ব নিলো লুটি
বেশ্যা হলো ঘৃণীত জাতি।

নারী মাতা নারী ভগনি
নারী হলো বেহশতের পুঞ্জি
রাতের আধাঁরে তারে কে দিল
বেশ্যার উপাধি। ভোগের বস্তুু রুপে
সাজিয়ে আজ তুমি অধিপতি
নারী তবে কি পাইলো বেশ্যার তকমা
তোমরা সাজিলে সাধু - সন্ন্যাসী।