আমি হতে চাই সাধারণ,
খেটে খাওয়া, মজদুর, কুলিদের দলে
মোর পোশাক,চলনে নেই বাহারি ভাব
নেই সাহেবী ভাব বচনে
আমি তো সাধারন তোমাদের মাঝে।
আমি হতে চাই সাধারণ,
তাঁতি, মজুর,কৃষকের দলে
শ্রমিক,কৃষাণ স্বপ্ন বুনে
তাদের স্বপ্নের তরীর বৈঠা
আমারি কাঁধে -
ভেব' না সাহেব আমারে
আমি তো সাধারণ তোমাদের মাঝে।
আমি হতে চাই সাধারণ,
কামার, কুমার ও জেলেদের দলে
কোর্ট- টাই পরিনি, যাতে সাহেবী লাগে
মোরে মিছামিছি ভাবিতেছো কি ভাই?
আমিও সাধারণ তোমাদের মাঝে।
আমি হতে চাই সাধারণ,
সাধক,সাধু ও গায়েনের দলে
আমি পাড়া গাঁয়ের মজিদের ছেলে
মেহতাব মোর নাম,
কেন তবে মোরে ভাবছ ভিনদেশী
আমি ও সাধারণ তোমাদের মাঝে।
আমি হতে চাই সাধারণ,
অনু,অপু, দূর্গা গ্রামের ছেলেমেয়ে
ওরা তো মোর খেলার সাথী
তবু কেন ভাবো মোরে সাহেব বিদেশী
আমি তো সাধারণ,
টুন,মনু মোর সঙ্গী।
আমি ও সাধারণ তোমাদের মাঝে।