হে তারুণ্য -
তুমি মহারোধী, অগ্নি অভিমান
তুমি ভালো লাগা, ভালোবাসা,
চির চেনা চঞ্চল প্রাণ।
উড়ু মন, নব যৌবন!
তুমি কচি ডালে ফোটা সব কুঁড়ি,
জাগে সাধ, ভাঙি বাঁধ -
তোমার সাথে তাই মন প্রাণ জুড়ি।
তুমি শুভ্র, মহা সমুদ্র
তুমি বিভীষিকা, মরুদ্যান
তুমি গগণ গিরি পৃথিবীর বুক চিরি
জেগে ওঠা নব প্রাণ।
তুমি নয় তুচ্ছ নগণ্য,
জানি হিরা জহরত মুক্তা মনি
তার চেয়ে বেশি তোমারই দাম,
হে তারুণ্য' তোমায় 'সালাম।'