আমি হারিয়ে গেলে, আমাকে কোথায় পাবে?
নাম ধরে ডেকে ডেকে খুঁজতে কোথায় যাবে?
ঝাউবীথি বনে, পাখিদের সনে-
আমার কথা শুধাবে জনে জনে?
কলকলে বয়ে চলা নদীর কাছে,
শুধাবে আমার কোনো খবর আছে?
কেউ পারবে না দিতে আমার খবর হদিস
আমাকে সেখানে পাবে, যেখানে গরল বিষ!
বিষের পেয়ালা হাতে, ব্যর্থ প্রেমিকের বেশে
আমাকে খুঁজে পাবে আকাশ সীমার শেষে
সেখানে আলো নেই, শুধুই আঁধার!
সেখানে মৃতপুরী গোলকধাঁধার!
তুমি প্রাণ ভয়ে ফিরে যাবে ফের
আমি হতে বহুদূর জগত মানুষের
ভালোবাসা ভুলে থাকা যায় না, তবুও যাবে
আমি হারিয়ে গেলে, আমাকে স্বপ্নে পাবে।