এসো হে বন্ধু,
মৃত্যুকে আলিঙ্গন করো।
এই নাও গরল পেয়ালা,
এই নাও হেমলক!
পান করো -
মৃত্যুর কোলে ঢলে পড়ো নিমেষেই;
ওহে কাপুরুষ,
মৃত্যুকে ভয় করো?
এভাবে- বেঁচে থাকার তোমার তো
কোনো অধিকার-ই নেই।
যদি বাঁচতেই চাও
তবে লড়াই করো,
পৃথিবীর বুকে এঁকে দাও পদচিহ্ন!
অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়াও।
নিশ্চিহ্ন করো মিথ্যাকে -
ভেঙে ফেলো শাসকের দেয়াল,
ছিঁড়ে ফেলো দাসত্বের শিকল,
যে দেয়াল তোমাকে করেছে বন্দী!
যে শিকল তোমাকে করেছে পঙ্গু।
এসো হে বন্ধু;
একসাথে লড়ি, একসাথে মরি-
বলো আর কতকাল বাঁচবে ?
কুকুরের মতো-
জালিমের পা চেটে।
এসো হাত ধরো-
শিরদাঁড়া সোজা করো,
হ্যাঁ বন্ধু, তোমাকেই বলছি -
যদি বাঁচতে হয়,
তবে বীরের মতো শুধু একদিন বাঁচো
কিংবা শহীদের মতোই মরো ,
তবুও লড়াই করো বন্ধু, লড়াই করো।