পুতিন মামা দখল নিলো
ইউক্রেনের চার রাজ্য,
ন্যাটো এসে বললো হ্যাটো
নয়তো যুদ্ধ হবে ধার্য!
পুতিন মামা খুব সাহসী
মোটেও পায়নি ভয়,
বুক ফুলিয়ে বলেই দিলো
লড়বো বটে নিশ্চয়।
পশ্চিমারা রুশ বিরোধী
ন্যাটোর সাথে দাঁড়িয়ে,
ইউক্রেন থেকে রুশ সেনাদের
চাইছে দিতে তাড়িয়ে!
কিন্তু পুতিন সরবে নাকো
লড়বে তাদের সাথে,
কারণটা তো সবাই জানি
অস্ত্র বোমা আছে হাতে।
বিষফোঁড়াতে লাগলে ঘা
জ্বলবে সারা বিশ্ব,
বিশাল বিশাল বিষ্ফোরণে
জগত হবে নিঃস্ব!
আগাম বার্তা মোটেও নয়
দেখছি যা তা শুদ্ধ,
ষাঁড়ের মতো আসছে তেড়ে
তৃতীয় বিশ্বযুদ্ধ।