কেমন করে হাসব আমি ঈদের দিনে
কাঁদছে আমার ভাই বোনেরা ফিলিস্তিনে
তাদের গায়ে লেগেছে কী খুশির হাওয়া?
ঈদে তাদের হয়েছে কী সেমাই খাওয়া?
পরেছে কী তারা কোনো নতুন জামা?
ঈদ সেলামি দিয়েছে কী তাদের মামা?
যেমন করে যাব আমি ঈদগাহেতে
হাত মিলাব বুক মিলাব ভাই-ভায়েতে
আমার মতো হাসবে তারা ঈদের দিনে?
না! না! না! ঝরবে বোমা ফিলিস্তিনে!
ঈদের নামাজ পড়বে নাকি জানাজা?
কিসের নামাজ পড়বে তারা বলে যা!
ভাই হারানোর শোকে ঈদ নিবে ছুটি
ঈদের দিনে উঠবে কেঁদে নয়ন দুটি!
কিসের ঈদের শুভেচ্ছা জানাও হেসে?
ঈদ আসেনি সবার ঘরে সকল দেশে,
বিজয় পেয়ে হাসবে যেদিন ফিলিস্তিন
সেদিন হবে বিশ্বজোড়া ঈদের দিন।