নারী তুমি কবিতা,
কিশোরীর চুলে দোল খাওয়া হাওয়া
কবির কলমে ফুটে ওঠা ছন্দের ঢেউ;
নারী তুমি প্রেমিকা,
প্রতিটি পুরুষের হৃদয়ে ঠাঁই পাওয়া
প্রিয়দের চেয়ে সবচেয়ে প্রিয় কেউ।

নারী তুমি ছবিটা,
ভালোবাসার লাল রঙে রাঙা
প্রতিটি প্রেমিকের হৃদয়ের প্রতিচ্ছবি;
নারী তুমি নায়িকা,
দেখা দিয়ে মন করো চাঙা
তোমার কারণে প্রেমিক হয়ে ওঠে কবি।

বিঃদ্রঃ [১৫ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দে "আলোকিত প্রতিদিন" পত্রিকায় প্রকাশিত]