তোমরা যে যা'ই বলো নাগো ভাই
আমার তো হারানোর কোনো ভয় নাই,
শৈশব থেকে আমি রোজ রোজ হারিয়ে
এই দেখো দুই হাত তুলে আছি দাড়িয়ে,
হারিয়েছি সবকিছু বাকি আছে প্রাণ
মৃত্যুর দূত এলে হবে তারও অবসান।
হারিয়েছি প্রথমে সুখে থাকা দিনগুলি
বাবা মা'র স্নেহ মায়া কি করে ভুলি?
খেলার মাঠে কত হারিয়েছি সাথীকে
যত ভাবি মনে হয় দুনিয়াটা ফিকে!
একে একে হারানো ও বেদনার গান
সবকিছু আশাহত জীবনের দান।
আমার কী ছিলো কিছু, থাকার কী কথা?
ভাবি যত বাড়ে ততো শত নিরবতা!
আমার আমার ভেবে কুড়িয়েছি যা -
ভেবে দেখি কোনকিছু আমার তা না!
দুনিয়ার বুকে এসে যতকিছু পেয়েছি
আমার আমার বলে মিছে গান গেয়েছি,
সবকিছু রেখে যাব বিনা অভিমানে
মালাকুল মউতের সাথে আহবানে।