সূর্য মামা রাগ করেছে, কে দিয়েছে ঝাড়ি?
কদিন ধরে হিম কুয়াশার ভীষণ বাড়াবাড়ি
রোদ করেছে আড়ি!
তাইতো সে মুখ লুকিয়ে ঘুমিয়ে আছে বাড়ি
মাঘের মেয়ে হিম কন্যা করছে নজরদারি।
পৌষালি তার বোন
রোদের সাথে রোজ সকালে করত মারামারি!
ছিল খুবই বদমেজাজি তাই সে গেছে ছাড়ি।
পৌষের পরে মাঘ
ঢেলে দিলো উপুড় করে তার রাগের হাড়ি
বলছি যেতে, যাবে না সে এতো তাড়াতাড়ি।
থাকবে কতদিন?
যখন হবে বিদায় নেওয়ার হুকুমখানি জারি
মাঘ গেলেই ফাল্গুনে শীত জমাবে দূর পাড়ি।
বিঃদ্রঃ [] ১২ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে "দৈনিক যুগের আলো" পত্রিকায় প্রকাশিত []