বুনো ফুলের তীব্র ঘ্রাণে হৃদয় টানে
ঘর থেকে মন ছুটে যায় বাহির পানে,
পথের ধারে বুনো ফুলের মুগ্ধ সাজ
তাদের রেখে যাব না কোথাও আজ,
বুনো ফুলের সঙ্গে আছে প্রজাপতি
তাকে দেখে হলাম রে ভাই মুগ্ধ অতি,
ফুলে ফুলে করছে ভ্রমর ছোটাছুটি
মৃদু হাওয়ায় খেলছে দুলে লুটোপুটি।
বুনো ফুলের দৃশ্য সেতো নয়ন কাড়া
মাতাল করা সুবাস টানে সর্বহারা;
বুনো ফুলের বনে আরেক বুনো ফুল
নূপুর পরা নগ্ন দুই পা, খোলা চুল -
বুনো ফুলের সুবাস মেখে হেলে দুলে
আদর করে যাচ্ছে ছুঁয়ে ফুলে ফুলে,
প্রেমে পড়ে বুনো ফুলের যৌবনের
নিশি রাতে ফুল কাননে গেলে ফের!
চুপিচুপি আমায় ডেকে সঙ্গে নিও
বুনো ফুলের মতো প্রেমের সুবাস দিও।