আমরা যাদের সভ্য বলে জানি
নম্র আর ভদ্র বলে মানি,
একটু ভেবে বলুন তো ভাই শুনি
তারা খাঁটি শুদ্ধ কতখানি?
আমরা রোজ ক্ষেত-খামারে খাটি
গায়ে লাগাই কাঁদা জল মাটি,
তারা থাকে অট্টলিকায় ভীষণ সুখে
পরিচ্ছেদও সদা পরিপাটি।
নুন আনতে পান্তা ফুরায় মোদের
সংসারেতে সদা টানাটানি,
তবুও কেন তাদের বেলায় শুনি -
এটা ওটা নিয়ে হানাহানি।
সভ্যতা আজ অসভ্যতায় ভরা
অসভ্যদের সব সহজলভ্য,
আমরা যারা তাদের ধন্না ধরি
তারা নাকি আমরা অসভ্য?