বেলা গড়িয়ে প্রকৃতি নিঝুম হতে শুরু করেছে
একটু পরেই নামবে বিরহী সন্ধ্যা,
ছন্নছাড়া পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে যাবে নীড়ে-
মাঠ ঘাট হাট ক্রমেই স্তব্ধ হবে সব;
খেলার সাথীরা ফিরে যাবে মায়ের কোলে ,
আমার মা নেই, আমি কোথায় যাব?
পাড় ভাঙা নদীর মত ঢেউ ওঠে বুকের ভেতর
দুমড়ে মুচড়ে দেয় ভেতরটা,
অসহায়ত্বের সুযোগে সবাই কি যেন খুঁজে!
মানুষ ইঙ্গিত দিয়ে চায় গতরটা!
দেশ সমাজ পরিবেশ কিছুই নেই অনুকূলে
আপনিই বলুন- আমি কোথায় যাব?
সুশীল সমাজের আবরণে ঢাকা অশ্লীল সমাজ
পৃথিবীকে আজকাল কারাগার মনে হয়,
আমি এই কারাগারের যাবত জীবন আসামি
আমার যাওয়ার কোনো জায়গা নেই,
হাঁটার কোনো পথ নেই,
আমি যেখানেই যাই, যে পথেই হাটি-
চারিদিক থেকে আসে শুধু বিপদ,
দয়া করে কেউ বলবেন, আমি কোথায় যাব?
কোন জায়গাটি আমার জন্য নিরাপদ।