একদিন তাকে ছোঁয়ার সাধ জেগেছিলো
আষাঢ়ের দিনে ঘোর বর্ষার,
মাটির পিদিম জ্বলা ঠিক সন্ধ্যায়;
যখন আঁধার নেমেছিলো পৃথিবীর বুকে
জোনাকিরা জ্বেলেছিলো আলো,
কুয়োর ব্যাঙ মেতেছিলো কোলাহলে
ভীত হয়ে এক কোণে বসে ছিলো ঘু ঘু
ভিজবার ভয়ে আষাঢ়ের জলে।
যখন ঝি ঝি পোকা ডেকেছিলো আনমনে
ঠিক তখন কাম জেগেছিলো মন গগণে!
তাকে ছোঁবো ছোঁবো বলে ধীর ধীরে
হঠাৎ করেই যেই ঢুকি তার নীড়ে,
দেখি জীর্ণ দেহখানি পড়ে আছে ঘরে
তাকে ছোঁয়ার সাধ্য কই? কাঁপি থরথরে!