বই পেয়েছি বই পেয়েছি
এই যে নতুন বই,
আজকে থেকে বই হলো
আমার নতুন সই।

বোনের মতো নিয়ম মেনে
পড়বো আমিও বই,
খেলবো না আর কোনো খেলা
বাদ দিবো হইচই।