প্রয়োজন ফুরিয়ে গেলে-
পাখিও উড়াল দেয় নিজ বাসা ফেলে,
চলে যায় মাঝি নোঙর টেনে!
প্রিয় চেনা মুখ চির অচেনা হয়
ফুটে ওঠে মুখ ও মুখোশের পরিচয়!
তাই নিয়তিকে নিয়েছি মেনে।
তুমি পাখি হলে আমি বাসা হই
তুমি উড়ে গেলে আমি পড়ে রই,
থেমে যায় কোলাহল, যত হইচই
প্রয়োজন ফুরিয়ে গেলে-
সবাই চলে যায় ফেলে!
কে নেয় খোঁজ? এমন মানুষ কই?