জীবন যখন নদী
চলতে হবে বাঁধ ভেঙ্গে সব
ছুটে নীরবধি -
ভাঙতে হবে, গড়তে হবে
জীবন যুদ্ধে লড়তে হবে
বাঁচতে চাও যদি।
জীবন যখন ফুল
ফুটতে হবে রোজ সকালে
হয় যদিও তা ভুল !
কারো পায়ের নিচে পিষে
কারো খোঁপার সাথে মিশে
হতে কানের দুল।
জীবন যখন যুদ্ধ
আপন পর শত্রু সবাই
বিপদ শ্বাসরুদ্ধ !
খেয়াল রেখে নিজের প্রতি
রোধ করতে সকল ক্ষতি
হতেই হবে শুদ্ধ।