তোমার ব্যস্ততা ফুরিয়ে গেলে তাকে কিছুটা সময় দিও
যে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে তার জন্য কিছুটা সময় রেখো,
হয়তো সে তোমার অপ্রিয় অপচ্ছন্দনের কেউ
তবুও তাকে অবহেলা কোরো না, কষ্ট দিও না।
তাকে বুঝতে দিও না তার প্রতি তুমি বিরক্ত।

যে তোমার জন্য ফুল হাতে দাঁড়িয়ে থাকে
তাকে কখনো উপহাস কোরো না,
হয়তো সে কুৎসিত কৃষ্ণ কালো
তবুও সম্ভব হলে তাকেই বেসো ভালো।

পৃথিবীতে প্রিয় বলে কিছু নেই!
তবুও প্রিয় ভাবা মানুষকে আপন করে নিও,
তোমার ব্যস্ততা থেকে কিছুটা সময় চেয়ে নিও
যে তোমাকে ভালোবাসে,
ভালোবেসে তাকে কিছুটা সময় তাকে দিও।