হাতে হাতে ফোন আছে
নেই শুধু বইটা,
গাছে পাকা ফল আছে
নেই বড় মইটা।
খাবারেতে স্বাদ আছে
নেই শুধু নুনটা,
আমাদের সব আছে
নেই ভালো গুণটা।
মামা আছে খালু আছে
টাকার নেই বস্তা,
বাজারেতে সব আছে
কিছুই নেই সস্তা।
চাপা আছে জোর আছে
নেই কাজে মিলটা,
মুখে বলি দিবো দিবো -
দেবার নেই দিলটা।
সৎ কাজে মত আছে
নেই আগা মূলটা,
নাও বৈঠা মাঝি আছে
নেই পাড় কূলটা।
আছে আছে সব আছে
নেই সেই লোকটা,
কলমের খোঁচাতে যে
খুলে দিবে চোখটা।