গোপনে জেনেছি -
তীব্র আঘাতে মানুষ পাথর হয়ে যায়,
অতি ঘৃণা অবহেলায় হয়ে ওঠে আত্মপ্রেমি
মানুষের দেওয়া দুঃখ পোহাতে পোহাতে -
চঞ্চল মানুষটিও হয়ে যায় নির্বাক!
আরও জেনেছি -
পরিবার প্রিয়জনের কটু কথায়
মানুষ আচমকা হয়ে যায় বধির!
যে মানুষটি পরম যত্নে মানুষকে ভালোবাসতো -
প্রতারণায় সে মানুষটির হৃদয় মরে গেছে।
এবং জেনেছি -
যে মানুষটি কখনও থাকতো না একা
আজ সে মানুষটিই ভালোবাসে নির্জনতা,
নির্জনতাকে ভালোবেসে মানুষ নিরবে কাঁদে
মহাশূন্যে উড়িয়ে দেয় জমাট হাসি,
নিজের সাথেই গড়ে তোলে নিগূঢ় সখ্যতা।
অতঃপর ---
মানুষের খুব কাছে গিয়ে জেনেছি
কেউ না কেউ তাদের বিশ্বাস খুন করেছে।