সব গাছ গাছ নয়, কিছু গাছ আগাছা
বেড়ে ওঠে তরতর সুযোগে সারা গা!
আগাছার কারণে রোজ গাছ হয় নষ্ট
একথা জানা-শোনা চোখে দেখা স্পষ্ট।
ঠাঁই পেলে আগাছা উঠে মাথা বাড়িয়ে
আবাদি ফসল গাছ সবকিছু ছাড়িয়ে,
বাঁচাতে ফসল তাই আগাছা দিই উপড়ে
উচ্চ ফলন পেলে জুটে মহা সুখ রে।
আগাছার মত আছে ভয়ানক পরগাছা
অন্য গাছে চড়ে খেয়ে দেয়ে তার বাঁচা!
যার পায় উপকার, তার'ই করে ক্ষতি
কাঁদা মাটি ছোঁয় না, যেন চির সতী।
আগাছা ও পরগাছার মত কিছু লোক
আছে সব সমাজেই খুলে দেখি চোখ!
নিজে কিছু করে না, অন্যের দেখে জ্বলে
আমি ভাই থাকি না সে লোকের দলে।