আমি যদি না আসি কারো উপকারে
তবে এ বেঁচে থাকা বৃথা একেবারে!
ধনের পাহাড় যদি গড়ি শতখানা
তার থেকে কিছু দান করতে কি মানা?

মানা নেই জানি আমি, শুনি রোজ কানে
ধনের পাহাড় আরও বেড়ে যায় দানে।

ধনের পাহাড় নেই- এমন যারা
কী দান করবে? ভেবে দিশেহারা!
ধন যার নেই তার জ্ঞান যদি থাকে
সে যেন মানুষেরে সুপথে ডাকে।