তোমরা কেউ ভেবে দেখেছো কী?
আমাদের সম্পর্কগুলো দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছে!
রক্তশূন্য, গলাকাটা লাশের মতো ফ্যাকাসে;
ফুলদানিতে থাকা ফুলের মতো নিষ্প্রাণ,
শ্যাওলা জমা পাঁচিলের মতো ঘিনঘিনে
ঘুনে খাওয়া কাঠের মতো মরমরে,
আর মরচে ধরা লোহার মতো দূর্বল!
আমরা দিন দিন আধুনিক হচ্ছি -
গড়ে তুলছি যান্ত্রিক সম্পর্ক,
আমাদের রোজ কথা হয়, দেখা হয় না !
দেখা হয়, স্পর্শ হয় না!
মাঝে মাঝে স্পর্শ হয় তবুও হৃদয় পর্যন্ত না!
সত্যিই আমরা যান্ত্রিক হচ্ছি!
আমাদের সম্পর্কে প্রকৃত প্রেম নেই,
নিঃস্বার্থ ভালোবাসা নেই,
স্নেহ নেই, শ্রদ্ধা নেই, বিনয় নেই, বিশ্বাস নেই
এমনকি কারো প্রতি নেই কারো একটুও অধিকার।
হঠাৎ যান্ত্রিক সম্পর্কের লাইন কেটে গেলে,
অথবা মেইন সুইচ বন্ধ হয়ে গেলে,
আমরা সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবো!
আমাদের মধ্যে কোনো যোগাযোগ থাকবে না,
আর কোনোদিন কোনো কথাও হবে না।
আসলে- এত আধুনিকতা ভালো না,
যান্ত্রিক সম্পর্ক মানুষকে যান্ত্রিক করে তোলে।
একবার বুকের বাম পাশে হাত দিয়ে দেখো-
পঞ্চের মতো হৃদয়টা পাথর হয়ে গেছে,
আর আমরা হয়ে গেছি রোবট।