আকাশ থেকে নামলে কালো মেঘ
আমরা সবাই বলে উঠি বৃষ্টি,
টাপুর টুপুর শব্দ শুনে ফোঁটা গুনে
বলে উঠি কি অপরূপ সৃষ্টি!
ঝরা মেঘের নাম দিয়েছি বৃষ্টি
বৃষ্টি যখন ডাকে কলকল,
আমরা তখন নাম কেটে দিই -
নতুন নামে ডেকে উঠি জল।
জল গড়িয়ে ফসল ভরাডুবি
আমরা বলি সর্বনাশা ঢল,
ঢলের জল ঢেউ শান্ত হয়ে গেলে
আমরা বলি স্বচ্ছ টলমল।
জল টলমল বাষ্প হয়ে উড়লে
কিংবা জমে হয়ে গেলে সাদা,
আমরা সবাই চোখ ধাঁধানো রূপে
রামধনুতে খুঁজি নতুন ধাঁধা।