নষ্ট জীবন পার করি রোজ নষ্ট হবো বলে
নষ্ট হওয়ার ভয়ে ফেলে সবাই গেছে চলে!
নষ্ট আমি হইনি একা, তারাও আমার দলে
নষ্ট ফুলের মালা গেঁথে পরছি সবাই গলে।
নষ্ট সময় হলে তার রয় কি ভালো কিছু?
নষ্ট আমি, ছুটছে সবাই আমার পিছু পিছু!
এই যে আমি, নষ্ট আমি, সকল নষ্টের মূল
নষ্ট আমি বলেই এত ভুল করি রোজ ভুল।
ভুল করে কেউ নষ্ট হলে দায় নিবে কে তার?
নষ্ট জীবন নিয়ে সবাই হচ্ছি পগারপার!
নষ্টের মূল কাটবে কে? ঢালছে সবাই পানি
আমরা সবাই নষ্ট তবু মোটেও তা না মানি।