স্বঘোষিত জান্নাতের সুউচ্চ অট্টালিকায়
শুয়োরমুখা এলিটদের আনাগোনা!
তাদের দেহরক্ষী উন্নত ট্রেনিং প্রাপ্ত কুকুর
ইবলিশের খাদেম অথবা আত্মীয় ওরা,
দিনকে রাত, রাতকে দিন বলতে শেখায়
ঘুমের শিশু জেগে ওঠে তখন রাত্রি দুপুর,
চাঁদ ঢেকে ডেকে আনে অমাবস্যা রাত।
হঠাৎ শুরু হয় জান্নাতের টিকিট বিতরণ!
আমার ভাগে কোনো টিকিট নেই,
তাহাজ্জুদ নামাজে কখনো চাইনি জান্নাত
অঝোরে কেঁদে চেয়েছি প্রভুর দর্শন!
স্বঘোষিত জান্নাত থেকে হুট করে বেরিয়ে
যখন নিজেকে দাবী করবে মানতে খোদা
তখন সিংহাসন থেকে ফেলে দিব নির্ঘাত।