এক ভালে দুই টিপ
পরে রোজ কপালে,
এক টিপ সন্ধ্যা আর
এক টিপ সকালে।

এক টিপ তাপ দেয়
ঘাম ঝরে গড়িয়ে,
এক টিপ শশী দেয়
পৃথিবীতে ছড়িয়ে।

দুই টিপ দেখি রোজ
গগণের কপালে,
এক টিপ সন্ধ্যা আর
এক টিপ সকালে।