আমার একা থাকার
পঁচিশ বসন্ত পার!
ফুল ফোটে শাখে শাখে
সুরেলা কোকিল ডাকে,
খুঁজি তাকে, দিব যাকে-
সবটুকু উপহার!
কেবা নিবে? কেবা দিবে?
কেবা হবে একাকার?
খুঁজি আঁখি, খুঁজি মুখ;
খুঁজি খুঁজি চারিধার।
কাছে ডাকি- দেয় ফাঁকি
কেবা শোনো কথা কার?
আমার একা থাকার
পঁচিশ বসন্ত পার।