গানের একুশ প্রাণের একুশ
একুশ আমার মায়ের,
একুশ একুশ এই একুশটা
আমার শহীদ ভায়ের।
আশার একুশ ভাষার একুশ
একুশ তরুণ দলের,
একুশ একুশ এই একুশটা
গর্জে ওঠা মনোবলের।
আমার একুশ তোমার একুশ
একুশ পথের ধুলির,
একুশ একুশ এই একুশটা
শিশুর মুখের বুলির।
দেশের একুশ দশের একুশ
একুশ দাবি স্লোগানের,
একুশ একুশ এই একুশটা
রক্তমাখা লাল খামের।