রেলগাড়ি রোজ ঝকঝকিয়ে চলে এঁকেবেঁকে
আঁধার আলো কুয়াশা মেঘ চাঁদের কিরণ মেখে,
চলার গতি আওয়াজ তোলে পাথর ভাঙার গান
গাছের সবুজ পাতায় তোলে ঝড়ের আহ্ববান।
হাজার মাইল পথ মাড়িয়ে ছুটে চলে রেলগাড়ি
বন বনানী পাহাড় নদী এক নিমিষে যায় ছাড়ি,
চলার গতি বাড়ায় কমায় সকল নিয়ম মেনে
যাত্রী উঠায় যাত্রী নামায় গতির লাগাম টেনে।
ভেঁপু বাজায় যাত্রী জাঁগায় একটুখানি থামে
হরহরিয়ে মানুষ ওঠে, হরহরিয়ে নামে!
সারা দেশের নানান মানুষ রেলগাড়িতে ওঠে
তাদের নিয়েই রেলগাড়ি আপন মনে ছোটে।
রেলগাড়ি রোজ ভ্রমণ করে শহর-গ্রাম ঘুরে
মাঠ পেরিয়ে বন পেরিয়ে ছুটে অনেক দূরে,
একই পথে আসা যাওয়া রেলগাড়ির রুটিন
নাওয়া খাওয়ার খবর নেই, ব্যস্ত সারাদিন।
বিঃদ্রঃ [৮ আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দে দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় প্রকাশিত]