রক্তে কেনা বর্ণমালা আর রক্তে কেনা ভাষা
রক্তে কেনা দেশের মাটি ভালোবাসায় ঠাসা,
শহীদ ভাইদের রক্ত মেশা দেশের মাটি কণা
তাঁদের স্মৃতি আঁকড়ে আঁকি হাজার আল্পনা।
ফুল কলিরা ফোটে শাখে, পাখিরা গায় গান
বাংলা ভাষা, স্বাধীন দেশ, তাঁদের অবদান,
যুদ্ধ শেষে হাসি মুখে হয়নি যাঁদের ফেরা
তাঁরা মোদের শহীদ ভাই, ইতিহাসে সেরা।
মায়ের ভাষা রাখতে গিয়ে খেলো যাঁরা গুলি
তাঁদের কথা আমরা কী ভুলতে পারি- ভুলি?
ফাগুন এলে আগুন জ্বেলে গর্জে ওঠে বীর
আমরা সেই বীরের জাতি হয় কী নত শির?
ভাষার মতো দেশের তরে ঢেলে রক্ত প্রাণ
বিজয় এনে দিলো যাঁরা স্বাধীনতার গান,
যাঁদের ত্যাগে ভাষা পেলাম, বিজয়ের গর্ব
দোয়া করি তাঁদের ভাগ্যে জুটে যেন স্বর্গ।