তুমি যদি এভাবেই চলতে থাকো
তবে তোমাকে নিয়ে চলা আমার কঠিন হয়ে যাবে!
হঠাৎ থমকে যাবে জীবনের পথে দুজনের পথচলা,
তুমি তোমার চলন বদলাও
নয়তো আমি পথ বদলাবো,
এবং সে পথে তুমি আমার সঙ্গ হারাবে।