যাচ্ছে সময় কেটে
ভোগ বিলাসে কারো জীবন
কারো গতর খেটে
কারোর ভুখা পেটে
কাটছে কারো উপরতলার
পায়ের তালু চেটে!
যাচ্ছে সময় কেটে
যাচ্ছে কারো সময়টুকু নেটে
ফ্লাট পার্কের ডেটে
স্বার্থের পিছে হেঁটে
কাটছে কারো নিত্য সময়
পরের দোষ ঘেঁটে!
যাচ্ছে সময় কেটে রে ভাই
যাচ্ছে সময় কেটে।