মাঠে রোজই ঘুরতে যেতো
ভুতকুনি আর ভুতো,
হঠাৎ একদিন দেখতে পেলো
ঘাসের ডগায় সুতো।
ভুতকুনিটা বললো এটা
মাকড়সাদের সুতো,
বললো ভুতো তা মোটেই না!
চাঁদের বুড়ির সুতো।
সুতো নিয়ে লাগলো বিবাদ
ভুতকুনি ও ভুতোর,
বললো আমি সঠিক হলে -
মারবো বাড়ি জুতোর।
এক পর্যায়ে ভুতোর গায়ে
ভুতকু ছুঁড়লো ঢিল!
ভুতো এসে ভুতকুনিকেও
মারলো দু'চার কিল!
কেউ রাজি না হারতে তারা
জিততে উভয় চায়,
কিন্তু দিবে কে সমাধান?
উপায় কোথায় পায়?
খুঁজতে খুঁজতে খুঁজে পেলো
পেট মোটা এক মটু,
পেটের মতো মাথাও মোটা
সব বিষয়েই পটু।
সবটা শুনে বললো শোনো
ভুতকুনি আর ভুতো,
ভুল ভেবেছো ওগুলো তো
পাখির গুয়ের সুতো।
বিঃদ্রঃ [মাসিক 'তালপাতা' পত্রিকার আগস্ট সংখ্যায় প্রকাশিত]