যারা গড়ে তোমার অট্টালিকা
যারা এনে দেয় ধরনীর সুখ,
তাদের পেটে শত লাথি মারো
ওহে তোমার এ কোন অসুখ?
যাদের শ্রমে জুটে বস্ত্র আহার
তুমিই সাজো তাদের প্রভু,
কৌশলে করো জুলুম পীড়ন
এতটুকু দয়াও হয় না কভু।
শোনো ওহে ভন্ড রাজার দল
থামাও অহংবোধের তরী,
ধুলায় লুটাবে মাথার মুকুট
থমকে গেলে ঐ জীবন ঘড়ি।
যাদের রাজ্যে রাজত্ব করো
তাদের বানাও সৈন্য প্রজা,
যাদের বোঝা ভেবে ছুড়ে ফেলো
তারাই টানে তোমার বোঝা।
যারা নিজে পুড়ে আলো ছড়ায়
উজ্জ্বল করে তোমার মুখ,
তাদেরই আঁধারে নিক্ষেপ করো
ওহে তোমার এ কোন অসুখ?