এ দেশ আমার না, স্বাধীনতাও না!
আমি গণতন্ত্রের শিকলে বন্দি,
যেন স্বেচ্ছায় নির্বাসিত,
আমি সবকিছু হতেই বঞ্চিত।
এ দেশে বাক স্বাধীনতা নেই,
ন্যায্য ভোটাধিকার নেই,
স্বচ্ছ জবাবদিহিতা নেই,
জনগণের দাবি নেই,
অধিকার নেই,
সুতরাং এ দেশ আমার না, স্বাধীনতাও না।
এ দেশের টাকা আজও লুট হয়
বিদেশে পাচার হয়,
শিশু ধর্ষিত হয়, নারী নির্যাতিত হয়
রাতের অন্ধকারে ভাই হয় আচমকা গুম!
এ দেশে আমি ভীষণ পরাধীন -
চারিদিকে আহাজারি, বিষাদের আগুন।
এ দেশে, দেশপ্রেম নেই
ভালোবাসা নেই ,
একতা নেই,
সংগ্রাম নেই,
গণ প্রতিবাদ নেই,
সুতরাং এ দেশ আমার না!
এ দেশের স্বাধীনতাও আমার না।
এ দেশের স্বাধীনতা যাদের হাত ধরে এসেছিল
আজ তারা পরাধীন!
সুতরাং স্বাধীনতা তাদের না।
এ দেশের স্বাধীনতা শুধু তাদের-ই
যাদের হাতে রয়েছে দাপুটে ক্ষমতার চাবুক।