বায়ান্নর ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল
যাদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ,
যাদের প্ল্যাকার্ডে লেখা ছিল গণ মানুষের দাবি
যাদের কন্ঠে স্লোগানে উঠেছিল মুক্তির ঝড়,
যারা স্বৈরাচারের চোখে চোখ রেখে বলেছিল—
তোরা অমানুষ! তোরা জানোয়ার! তোরা বর্বর!
অতঃপর পুলিশের গুলিতে যারা হয়েছিল নিথর
তারা মরেনি, তারা মরবে না, তারা মরে না
তারা যুগে যুগে নবরূপে ফিরে আসে বারবার,
তারা বিদ্রোহী, তারা বিপ্লবী, তারা নয় হারাবার।
যারা একাত্তরের যুদ্ধে প্রাণপণে লড়েছিল
যারা বুক পেতে স্বদেশের মাটি আঁকড়ে ধরেছিল,
যারা পৃথিবীর বুকে ইতিহাস লিখেছিল রক্তে
তোমরা তাদের চিনোনি বলেই— বলছ, কে?
তারাই তো রফিক সালাম জব্বার বরকত শফিউর
রউফ রুহুল কামাল হামিদুর মহিউদ্দীন নূর মতিউর,
তারা বিদ্রোহী বিপ্লবীর বেশে ফিরে এসেছে আবার
তারা ফিরে আসে, ফিরে আসে, ফিরে আসে বারবার।
বিঃদ্রঃ [১লা আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দে "দৈনিক যুগের আলো" পত্রিকায় প্রকাশিত।]