এক যে আছে ছড়ার দেশ
চোখ ধাঁধানো ভালো,
সন্ধ্যা হলেই ছড়ার দেশে
জ্বলে ছড়ার আলো।
সকাল বেলা ছড়ার দেশে
ছড়ার শত পাখি,
পড়তে থাকে মজার ছড়া
ফুলের রেণু মাখি।
দুপুর হলে গাছের নিচে
বসে ছড়ার মেলা,
বিকেল বেলা সকল ছড়া
খেলে ছড়ার খেলা।
ছড়ার দেশে সবার মনে
উঠে ছড়ার ঢেউ,
যাচ্ছি আমি ছড়ার দেশে
তোমরা যাবে কেউ?