কষ্ট চাপা অভিমানে বোবা হয়ে গেছি
বিষাক্ত কটু কথায় হয়েছি বধির!
নিষ্পলক চোখ দুটো ঝর্ণার মতো
রক্ত ক্ষরণে হৃদয় ক্ষত বিক্ষত;
তবুও ভালো আছি, খুব বেশি ভালো আছি।

কষ্টের যন্ত্রণার চেয়ে হাসির যন্ত্রণাই বেশি
তবুও হাসছি হাসছি আর হাসছি
হাসতে হাসতে দুঃখগুলো উড়িয়ে দিচ্ছি হাসির ফোয়ারে।

আমি দুঃখমোড়া অভিনয়ের অভিনেতা
রোজ রোজ হাসির অভিনয় করে যাচ্ছি,
মাঝে মাঝে অবশ্য আরেকটি অভিনয় করতে হয় আমাকে
মিথ্যে করে বলতে হয় ভালো আছি,
আমি কতটুকু ভালো আছি সেকথা শুধু বিধাতাই জানে
তবে একটু আধটু আমিও জানি।

আমার এই ভালো থাকা, মিথ্যে হাসি -
দর্শক বিহীন মুহূর্ত আমার ভেতরটা পোড়ায়,
হাসির অভিনয়ে পুড়তে পুড়তে
আগুন নেভা ছাইয়ের মতো পুড়ে ভস্ম হয়ে গেছি
এখন পোড়ার মতো অবশিষ্ট আর কিছুই নেই।