একটা জীবন নিয়ে
লক্ষ জীবন থেকে পালিয়ে যাচ্ছি
অথচ পথ আগলে দাঁড়ানোর কেউ নেই,
কতজনের পথের কাঁটা হয়ে ছিলাম
কতজনের সুখের বাধা হয়ে ছিলাম
এখন আর বুঝতে বাকি নেই।

আকাশ পরিমাণ কষ্ট নিয়ে
সাগরের বুকে ঝাঁপিয়ে পড়ছি
অথচ পাহাড়ের মতো কেউ দাঁড়িয়ে নেই,
যাদের জন্য এতদিন লড়েছি
নিজেকে ভেঙে তাদের গড়েছি
আমাকে ফেরাবে বলে তাদের দাবি নেই।

প্রয়োজনে কেবল প্রিয়জন ছিলাম
প্রিয়জন ভেবে সব বিলিয়ে দিলাম
এখন আমি ছাড়া আমার বলতে কিছু নেই,
তাই একটা জীবন নিয়ে
লক্ষ জীবন থেকে পালিয়ে যাচ্ছি।