আকাশ থেকে বোমা ঝরে, জমিন থেকে গুলি
ফিলিস্তিনে মুক্তিকামী মরছে মানুষগুলি!
মানুষ পোড়া গন্ধে বাতাস হচ্ছে ভীষণ ভারী
দাঁত কেলিয়ে হাসছে দেখো জালিম দখলদারী।
মারছে পুরুষ শিশু নারী, ভাঙছে শত বাড়ি
শুনছে কেউ ফিলিস্তিনির শোকের আহাজারি?
মোড়ল যারা দিচ্ছে তারা অপরাধকে সায়
তাই বলে কী মার খাবে রোজ হয়ে নিরুপায়?
বিশ্ব বিবেক বিভোর ঘুমে জাতিসংঘের রুমে
জাগাও তাকে ধমক দিয়ে, জাগবে না সে চুমে।
মানবতার বয়ান দিতে যারা আগুয়ান
ফিলিস্তিনের বেলায় কেন তাদের পিছুটান?
দুইশো কোটি মুসলমানকে আশি লক্ষ ইহুদি
পাখির মতো মারছে দেখে বলছো শুধু ছিঃ?
নিন্দা করা বন্ধ রেখে তাদেরকে দাও রুখে
হাসি ফোটাও নির্যাতিত ফিলিস্তিনির মুখে।