সভ্যতার দেয়াল মানুষকে বন্দী করেছে
পৃথিবীটা মানুষের গড়া জেলখানা,
মানুষ প্রথমে ভূখন্ডে দেয়াল গড়েছে
তারপর গড়েছে ধর্মে- বর্ণে--।
এখন দেয়াল বলতে শুধু সীমান্তের কাঁটাতার
বা পাহাড়কেই বুঝি না!
কারণ মানুষের মাঝে সম্পর্কের দেয়াল দন্ডায়মান।
হিংসা, লোভ আর অহংকারের দেয়াল মানুষকে পাথরে পরিণত করেছে,
সবচেয়ে ভঙ্গুর দেয়াল কাঁচের,
যাকে রক্তের সম্পর্ক কিংবা ভালোবাসার
সাথে তুলনা করি,
মানুষে মানুষে যে দেয়ালটি সর্ব বিদ্যমান
সে দেয়ালটি অভিমানের -
আজকাল কেউ কোনো দেয়ালই ভাঙতে উৎসাহী নয়,
বরং দেয়াল গড়ার প্রতিযোগিতায় নেমেছে মানুষ।
আমি বহু চেষ্টা করেও আজ অবধি একটি দেয়ালও গড়তে পারিনি
সম্ভবত আমি মানুষ নই!
পাথুরে আঘাতে পাথর ভাঙতে হয়
আমি সে পাথর নই!
তারচেয়ে ঢের ভালো আমি নিজেই নিজের দেয়াল হই।