প্রতিটি অনাগত শিশু-
দলে দলে যোগ দিচ্ছে মৃত্যুর মিছিলে!
কোটি কোটি শুক্রাণু যোদ্ধা
বাঁচার তাগিদে করে ডিম্বজয়ী লড়াই!
পরাজিত শুক্রাণু যোদ্ধা,
মৃত্যুর সারিতে প্রথম ওরাই
গর্ভেও মৃত্যুর অবকাশ নাই!

অপরিণত ভ্রুণ!
বিজয়ী- আহত- পরাজিত!
অতঃপর মৃত্যুর মিছিলে সমাগম;
একে একে শুক্রাণু-ভ্রুণ-অনাগত-আগত
সদ্য জন্ম নেয়া শিশুও উপস্থিত!
বাড়ছে, বড়ো হচ্ছে মৃত্যুর মিছিল
নতুন করে যোগ দিচ্ছে কোলের শিশু।

মৃত্যুই জীবনের অমোঘ উৎসব
মৃত্যুসুখে- উৎসবমুখর নীরব গীত!
ভ্রণ থেকে শিশু, শিশু থেকে বৃদ্ধ
মৃত্যুর মিছিলে হয় সবাই উপস্থিত।