মধ্যরাতে খুললো কানের দোর
চারিদিকে কিসের এত শোর?
অনেক বাকি হতে কুসুম ভোর
গাঁয়ে তবে চোর এলো কী চোর?
গোয়াল ঘরে ঠিকই আছে গরু
তবুও কেন বুক শুকিয়ে মরু?
দেশে আবার পড়লো নাকি বাজ!
নাকি কারো লুট হয়েছে লাজ?
হাজার ভাবনা দিচ্ছে মনে দোল
বাঁধলো নাকি কোথায় গন্ডগোল?
মরলো নাকি রাঘববোয়াল শোল?
শুনছি নাতো কোথায় হরি বোল!
তবে রে ভাই হলো দেশে কী?
পালিয়ে গেলো নাকি কারো ঝিঁ,
মনটা হঠাৎ বললো টিভি খোল
খুলেই দেখি টাইব্রেকারে গোল।