পাখির ভাষা কিচিরমিচির
স্বাধীনভাবে গায়,
আমার ভাষা বাংলা ভাষা
কাড়তে কেন চায়?
প্রশ্ন করেন মা'য়।
মায়ের প্রশ্নের জবাব পেতে
রাজপথে যান ভাই,
আওয়াজ তোলেন স্লোগানে
'রাষ্ট্রভাষা বাংলা চাই'
আমার ভাইয়ের বুক বরাবর
গুলি ছুঁড়েন তাই!
পাখির ভাষা পাখির কাছে
নদীর ভাষাও তাই,
বায়ুর ভাষা কাড়ছে কী কেউ
বলুন, জবাব চাই?
কেউ কাড়েনি কারো ভাষা
কেউ করেনি বড়াই,
আমরা কেবল ভাষার জন্য
করেছিলাম লড়াই।